• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বিস্ফোরণ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: টঙ্গীতে প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে সংঘটিত অগ্নিকাণ্ড ও ২১ জন নিহতের ঘটনার তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর ধসে পড়ে কারখানার পাঁচতলা ভবনটি। শনিবার দুর্ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আনিস মাহমুদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. বদিউজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন দিতে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে বলে জানান। গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহাম্মদ জানান, উপ-মহাপরিদর্শক মো. শামছুজ্জামান ভূইয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।